শনিবার, ১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি

এবার ব্রাহ্মণবাড়িয়ায় ইরাদের বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বাদী হয়ে বৃহস্পতিবার বিকালে মামলাটি করেন। মামলায় বলা হয়, ১৫ সেপ্টেম্বর ইরাদ আহমেদ সিদ্দিকী তার নিজস্ব ফেসবুক আইডিতে স্ট্যাটাসে লেখেন ‘শেখ হাসিনাকে হত্যা ছাড়া বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য ও গণতন্ত্র ফেরানো সম্ভব নয়।’ এ ছাড়া তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ব্যঙ্গচিত্র বানিয়ে ফেসবুকে পোস্ট করেন। এ ঘটনায় ইরাদ আহমেদ সিদ্দিকীর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০১৩-এর ৫৭ ধারায় মামলা করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেন।

সর্বশেষ খবর