Bangladesh Pratidin

প্রকাশ : শনিবার, ১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১ অক্টোবর, ২০১৬ ০৩:৩০
কন্যা শিশু আর অপ্রত্যাশিত নয়
———— মেহের আফরোজ চুমকি
নিজস্ব প্রতিবেদক

শিশুবিয়ে সমাজে অনেক সমস্যা তৈরি করে। এর ফলে একজন শিশু আরেক অপুষ্ট শিশুর জন্ম দেয়। এতে অপুষ্টির দুষ্টচক্র তৈরি হয়। দেশের সমৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। আগে কন্যা শিশুর জন্মদানকারী নারীকে নির্যাতনের শিকার হতে হত। এখন দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে। কন্যা শিশুরা সমাজে আর অপ্রত্যাশিত নয়। কন্যা শিশুরা শিক্ষিত হলে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আর কন্যা শিশুই আগামীতে উন্নত বাংলাদেশ গড়তে মূল ভূমিকা রাখবে। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি গতকাল এসব কথা বলেন। বাংলাদেশ শিশু একাডেমি ও জাতীয় কন্যা শিশু এডভোকেসি ফোরামের যৌথ উদ্যোগে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে এক র‌্যালি শেষে বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। শিশু একাডেমির পরিচালক মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি, জাতীয় কন্যা শিশু এডভোকেসি ফোরামের সভাপতি ড. বদিউল আলম মজুমদার প্রমুখ।

এই পাতার আরো খবর
up-arrow