শনিবার, ১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতার রমজানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার রমজান আলীর (৭৪) মৃত্যু হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৫টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রমজানের বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ফুলপুরে। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলেন, পেটে ব্যথা অনুভব করলে গত ৮ সেপ্টেম্বর কাশিমপুর কারাগার থেকে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়েছে। 

এর আগে রমজান আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলে গত ১২ এপ্রিল মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নরসিংদী থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে একাত্তরে হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ আনা হয়েছিল।

সর্বশেষ খবর