রবিবার, ২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

সফলতার জাদুর কাঠি কর্মক্ষম জনগোষ্ঠী : পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বাংলাদেশের উন্নয়ন সফলতার জাদুরকাঠি হচ্ছে কর্মক্ষম তরুণ জনগোষ্ঠী। একটি জাতির এগিয়ে যাওয়ার অন্যতম উপাদান হচ্ছে মানবসম্পদ। মানবসম্পদ উন্নয়নে যথাযথ পরিকল্পনার ফলে দেশে শতকরা ৯৮ ভাগ ছেলেমেয়ে স্কুলমুখী হয়েছে। শতকরা ১০ ভাগ তরুণ কারিগরি শিক্ষা গ্রহণ করেছে যা গত ৮ বছর আগেও শতকরা একভাগেরও কম ছিল। মানবসম্পদ উন্নয়নে বিদ্যমান ব্যবস্থা অব্যাহত থাকলে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ হবে জ্ঞানভিত্তিক অর্থনীতির দেশ। গতকাল ঢাকায় গান্ধী আশ্রম ট্রাস্ট আয়োজিত ‘মহাত্মা গান্ধীর ১৪৭তম জন্মজয়ন্তী এবং সমাজ পরিবর্তনে যুবসমাজের ভূমিকা ও গান্ধী দর্শন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। গান্ধী আশ্রম ট্রাস্টের সভাপতি ড. দেবপ্রিয় ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক এবং ইউএনডিপি বাংলাদেশ অফিসের কান্ট্রি ডিরেক্টর নিক বেরেসফোর্ড প্রমুখ। পরিকল্পনামন্ত্রী বলেন, গান্ধী ছিলেন একজন মহান দার্শনিক। তিনি নারীর ক্ষমতায়ন, শিক্ষা বিস্তার এবং দারিদ্র্য বিমোচনে সমাজের অবহেলিত ও বঞ্চিত শ্রেণির মানুষকে সঙ্গে নিয়ে অহিংস সংগ্রাম করেছেন। তিনি প্রায় শত বছর আগে উপলব্ধি করেছিলেন, মানবসম্পদ উন্নয়ন ছাড়া জাতীয় উন্নয়ন সম্ভব নয়। তিনি উদাহরণ দিয়ে বলেন, গান্ধী নিজের হাতে চরকা দিয়ে কাপড় বুনে কুমিল্লায় খাদি শিল্পের যে যাত্রা শুরু করেছিলেন তা মানবসম্পদ উন্নয়নে অনুপ্রেরণার উৎস হয়ে কাজ করছে। আমাদের ২ কোটি ৯০ লাখ কর্মক্ষম মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা আমাদের সবচেয়ে বড় কাজ। সরকারের পরিকল্পনা হচ্ছে দেশের প্রতিটি মানুষকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করা।

সর্বশেষ খবর