রবিবার, ২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
তারেকের বিরুদ্ধে পরোয়ানা

আজ ঢাকায়, কাল সারা দেশে বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

দলের সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে আজ থানায় থানায় এবং আগামীকাল ঢাকা মহানগরীতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। আগামীকাল সারা দেশে মহানগর ও জেলা সদরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। গতকাল সকালে পৃথক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করা হয়। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং নয়াপল্টনের ভাসানী ভবনে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এ কর্মসূচি ঘোষণা করেন। নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে সংবাদ সম্মেলনে মির্জা আব্বাস জানান, তারেক রহমানের গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে আজ ঢাকা মহানগরীর থানায় থানায় এবং আগামীকাল ঢাকা মহানগরীতে বিক্ষোভ-সমাবেশের আয়োজন করা হবে। অন্যদিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে শামসুজ্জামান দুদু জানান, বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জারিকৃত গ্রেফতারি পরোয়ানা এবং সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আগামী ৩ অক্টোবর সারা দেশে মহানগর ও জেলা সদরে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হবে। তারেক রহমানের রাজনৈতিক ইমেজ কালিমালিপ্ত করতে একের পর এক বানোয়াট মামলা দায়ের করে আদালতকে দিয়ে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হচ্ছে বলে অভিযোগ করেন শামসুজ্জামান দুদু। অবিলম্বে রাজনৈতিক ‘প্রতিহিংসা চরিতার্থের’ মামলা প্রত্যাহার করে গ্রেফতারি পরোয়ানা বাতিলের জোর দাবি জানিয়ে তিনি বলেন, তারেক রহমানের মতো একজন নিরপরাধ এবং জনপ্রিয় রাজনীতিবিদকে এভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি না করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

সর্বশেষ খবর