রবিবার, ২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

১৮ বছরে চ্যানেল আই

সাংস্কৃতিক প্রতিবেদক

১৮ বছরে চ্যানেল আই

১৭ পার করে গতকাল ১৮-তে পদার্পণ করেছে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই। দিনব্যাপী আনন্দ উৎসব, নাচ-গান আর শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করে চ্যানেল আই। সকাল ১১টা ৫ মিনিটে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় দিবসটি উদযাপনের কার্যক্রম। এ সময় উপস্থিত ছিলেন চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, চ্যানেল আইর পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন ও মুকিত মজুমদার বাবু। বিশেষ দিনটি উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণে বসে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ছিল সাংস্কৃতিক আয়োজনও। বসেছে মেলা। বিশেষ দিনটি উপলক্ষে সারা দিনই নানান ধরনের অনুষ্ঠান প্রচারিত হয় চ্যানেল আইতে। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম, নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান, কেরামত মাওলা, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, ফকির আলমগীর, আমজাদ হোসেন প্রমুখ। সন্ধ্যা ৭টায় চ্যানেল আই কার্যালয় প্রাঙ্গণের উন্মুক্ত আকাশে আতশবাজি ফোটানো হয়। এ সময় কেক কাটা হয়। কেক কাটার এ আনন্দঘন মুহূর্তে অংশ নেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ব্যারিস্টার মইনুল হোসেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, সাবেক মন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ, আবদুর রাজ্জাক, অধ্যাপক আবদুল মান্নান, নাজমা আখতার, বিএনপি নেতা মির্জা আব্বাস, শামসুজ্জামান দুদু, ইনাম আহমেদ চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, ব্যারিস্টার নাজমুল হুদা, অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য, বদিউল আলম মজুমদার, মঈনউদ্দিন খান বাদল, আজম খান, মীর নাসির হোসেন, এবাদুর রহমান চৌধুরী, খায়রুল কবির খোকন প্রমুখ। এ ছাড়া দিনব্যাপী চ্যানেল আইকে শুভেচ্ছা জানাতে আসেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ বিভিন্ন দেশের কূটনৈতিক, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধার ও বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনরা। শুভেচ্ছা জানান বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম। এর আগে গত ৩০ সেপ্টেম্বর রাত ১২টা ১ মিনিট থেকে শুরু হয় ১৮ বছরের পথচলা। কেক কেটে আনন্দ উৎসবে বরণ করা হয় ১৮ বর্ষের পথচলার প্রথম প্রহর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর