রবিবার, ২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
নাগরিক শোকসভায় বক্তারা

সৈয়দ হক বেঁচে থাকবেন কর্মের মাঝে

বিশ্ববিদ্যালয় প্রতিবেক

সৈয়দ শামসুল হক তার লেখায় বাঙালি জাতির ইতিহাস তুলে ধরেছেন। তার লেখা আমাদের চিন্তার জগতে আলোড়ন সৃষ্টি করেছিল। তার কর্মের মধ্যেই তিনি বেঁচে থাকবেন।

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় বক্তারা এসব কথা বলেন। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে গতকাল বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এ শোকসভা অনুষ্ঠিত হয়। জোট সভাপতি গোলাম কুদ্দুছের সভাপতিত্বে শোকসভায় বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, বিটিভির ম. হামিদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, সাংবাদিক আবেদ খান, বাংলাদেশ সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, কবি মুহাম্মদ সামাদ, কবি তারিক সুজাত, নাট্যকার মান্নান হীরা, সৈয়দ হকের স্ত্রী আনোয়ারা সৈয়দ হক, ছেলে দ্বিতীয় সৈয়দ হক প্রমুখ।

সর্বশেষ খবর