রবিবার, ২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

সম্মেলনে আত্মপ্রচার করলে ব্যবস্থা

----- ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সম্মেলনে কোনো ধরনের আত্মপ্রচার চলবে না। কেউ নিজের নাম, ছবি দিয়ে পোস্টার, ব্যানার, ফেস্টুন, লিফলেট বা বিলবোর্ড করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আসন্ন সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদকের সংখ্যা ১০০-এর মধ্যে রাখা হবে বলেও জানান তিনি। গতকাল ধানমন্ডির প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত দফতর উপকমিটির বৈঠকে ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি বলেন, এই সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। যেখানে কমিটির পরিধি আগের চেয়ে সাত-আটজন বাড়বে। কমিটির কার্যনির্বাহীতে ৮১ কিংবা ৮৩ হবে। তবে উপকমিটির সহসম্পাদক ১০০-এর মধ্যে রাখা হবে। বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদকের সংখ্যা ৫৩৯। ওবায়দুল কাদের আরও বলেন, আমরা চূড়ান্তভাবে ঠিক করেছি ৬ হাজার ৫৭০ জন কাউন্সিলর সারা দেশ থেকে আসবেন। এর বাইরে কতজন ডেলিগেটর জেলাপর্যায় থেকে আসবেন, সেটা আগামী এক সপ্তাহের মধ্যে জেলা সভাপতি, সাধারণ সম্পাদকরা আমাদের কাছে তালিকা দেবেন।

সর্বশেষ খবর