Bangladesh Pratidin

প্রকাশ : রবিবার, ২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ২ অক্টোবর, ২০১৬ ০২:১১
‘শিশুদের জন্য আলাদা অধিদফতর নেই’
সাংস্কৃতিক প্রতিবেদক

তথ্য অধিদফতর, যুব অধিদফতর, ক্রীড়া অধিদফতরসহ বিভিন্ন অধিদফতর থাকলেও শিশুদের জন্য আলাদা কোনো অধিদফতর নেই। শিশুদের মানস গঠনে ও তাদের বিকাশের লক্ষ্যে শিশু অধিদফতর থাকাটা অত্যাবশ্যক। জাতীয় বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। গতকাল বিকালে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে এ পুরস্কার প্রদান করা হয়। যৌথভাবে এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে জাতীয় মানবাধিকার কমিশন, ইউনিসেফ, ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) ও বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ)।

জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য অধ্যাপক আখতার হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ডা. আবদুন নূর তুষার, তথ্যসচিব মরতুজা আহমেদ, ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি এডওয়ার্ড বেনবাদার।

এই পাতার আরো খবর
up-arrow