রবিবার, ২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

‘শিশুদের জন্য আলাদা অধিদফতর নেই’

সাংস্কৃতিক প্রতিবেদক

তথ্য অধিদফতর, যুব অধিদফতর, ক্রীড়া অধিদফতরসহ বিভিন্ন অধিদফতর থাকলেও শিশুদের জন্য আলাদা কোনো অধিদফতর নেই। শিশুদের মানস গঠনে ও তাদের বিকাশের লক্ষ্যে শিশু অধিদফতর থাকাটা অত্যাবশ্যক। জাতীয় বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। গতকাল বিকালে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে এ পুরস্কার প্রদান করা হয়। যৌথভাবে এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে জাতীয় মানবাধিকার কমিশন, ইউনিসেফ, ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) ও বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ)।

জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য অধ্যাপক আখতার হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ডা. আবদুন নূর তুষার, তথ্যসচিব মরতুজা আহমেদ, ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি এডওয়ার্ড বেনবাদার।

সর্বশেষ খবর