শিরোনাম
সোমবার, ৩ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

আওয়ামী লীগ গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনে বিশ্বাসী

—— স্বাস্থ্যমন্ত্রী

জয়পুরহাট প্রতিনিধি

১৪ দলের সমন্বয়ক স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করে। আর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ২০১৯ সালে আবার ক্ষমতায় আসবে। বিএনপি ২০১৪ সালে নির্বাচনে না এসে নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে। তাদের এই ভুলের মাশুল গুনতে হবে আগামী নির্বাচন পর্যন্ত। গতকাল বিকালে জয়পুরহাটের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে ১৪ দলের ডাকা সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী জনসভায় তিনি এসব কথা বলেন।

জেলা ১৪ দলের সমন্বয়ক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সামসুল আলম দুদু এমপি, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, জাসদ (ইনু) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক উপাচার্য ড. আনোয়ার হোসেন, সাম্যবাদী দলের পলিট ব্যুরোর সদস্য এম এ গণি, বাসদের আহ্বায়ক রেজাউল রশিদ খান প্রমুখ। জনসভার পূর্বে মন্ত্রী নাসিম পাঁচবিবি উপজেলা কমিউনিটি ক্লিনিক, জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউট পরিদর্শন করেন। এ সময় তিনি জেলা আধুনিক হাসপাতালের সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন।

সর্বশেষ খবর