শিরোনাম
মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

রিগ্যানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

গুলশানে জঙ্গি হামলা

নিজস্ব প্রতিবেদক

গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় করা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে রাকিবুল হাসান রিগ্যান। গতকাল ৬ দিনের রিমান্ড শেষে ঢাকার সিএমএম আদালতে হাজির করে তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব তার জবানবন্দি গ্রহণ করেন। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে, ২৫ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম গোলাম নবী তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে, হলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার তাহমিদ হাসিব খান জামিনে মুক্তি পেয়েছেন। গত রবিবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাকে গ্রেফতার করা হয়েছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর