মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
মানবতাবিরোধী অপরাধের বিচার

মঞ্জুকে কারাগারে পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারকৃত নেত্রকোনার এনায়েত উল্লাহ মঞ্জুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেয়। গ্রেফতারকৃত মঞ্জুকে গতকাল আদালতে হাজির করা হয়। শুনানিতে প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল। আসামি পক্ষে ছিলেন আইনজীবী মাসুদ রানা। এ মামলার তিন আসামির মধ্যে মঞ্জুর ভাই হেদায়েত উল্লাহ আঞ্জু পলাতক। অন্য আসামি সোহরাব ফকির কারাগারে রয়েছেন। তাদের বিরুদ্ধে আটক, অপহরণ, নির্যাতন, লুণ্ঠন, অগ্নিসংযোগ, হত্যা, গণহত্যা ও দেশত্যাগে বাধ্য করার মতো ছয়টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

আগামী ২৮ নভেম্বরের মধ্যে তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের দিন রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর