মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
পানির ট্যাংকি বিস্ফোরণ

আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডি এলাকার একটি ভবনের পানির রিজার্ভ ট্যাংকির ভিতরে সিগারেটের আগুনে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে দুজনের মৃত্যু হলো। গতকাল বিকাল চারটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আবদুর রাজ্জাককে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। গত ২৮ সেপ্টেম্বর সকালে ধানমন্ডি ৪ নম্বর সড়কের ৩৪/এ নম্বর বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে  ছয়জন দগ্ধ হন। ওইদিন রাতেই ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাসুম আলী। 

চিকিৎসকরা জানান, আবদুর রাজ্জাকের ৩৮ শতাংশ পুড়ে গিয়েছিল। আর শিরিনের শরীরের ২০ শতাংশ, সাদ্দামের ৩০ ও আবেদের ৩৮ শতাংশ পুড়ে যায়। প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সাদ্দাম হোসেন জানিয়েছেন, তারা পানির ট্যাংকি পরিষ্কারের কাজ করছিলেন। একপর্যায়ে আবেদ একটি সিগারেট ধরান। সঙ্গে সঙ্গে ট্যাংকির ভিতরে আগুন ধরে যায়। ট্যাংকি থেকে বের হওয়ার একটি মাত্র পথ থাকায় তাদের বের হতে সময় লাগে। এতে তাদের গায়ে আগুন ধরে যায়। পরে চিৎকার শুনে ভবনের বাসিন্দা ও আশপাশের লোকজন তাদের উদ্ধার করে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর