Bangladesh Pratidin

প্রকাশ : বুধবার, ৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৫ অক্টোবর, ২০১৬ ০৩:০৬
রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে গতকাল বিকালে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিববৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদীন বাসসকে জানান, বৈঠকে প্রধান বিচারপতি সুপ্রিমকোর্টের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। প্রধান বিচারপতি সারা দেশে বিচারকদের অফিস ও বাসস্থানের অপ্রতুলতার বিষয়টি রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন এবং এসব সমস্যা সমাধানে রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করেন। বিচার বিভাগে ডিজিটালাইজেশন চালু হয়েছে জানিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ডিজিটালাইজেশন বিচার বিভাগের কাজে গতি এনেছে। প্রধান বিচারপতি তার সাম্প্রতিক রাশিয়া ও বেলারুশ সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সম্ভাব্য দ্রুততম সময়ে বিচারাধীন মামলাগুলো নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতিকে পরামর্শ দেন।

এই পাতার আরো খবর
up-arrow