Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭

ঢাকা, মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭
প্রকাশ : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ৫ অক্টোবর, ২০১৬ ২৩:২৯
কয়েকজন সচিবের নতুন পদায়ন
নিজস্ব প্রতিবেদক

সরকার ওএসডি সচিব এম আসলাম আলমকে নতুন দফতর দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের দুজন সচিবকে পদায়ন করেছে। একই সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিয়েছে।

গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক আদেশে এসব পদায়ন ও নিয়োগ দেওয়া হয়। জানা গেছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাবেক সচিব ওএসডি এম আসলাম আলমকে বিসিএস প্রশাসন একাডেমির রেক্টরের দায়িত্ব দিয়েছে সরকার। বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মুহাম্মদ আবদুল্লাহকে নির্বাচন কমিশনের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। আদেশে নির্বাচন কমিশনের সচিব মো. সিরাজুল ইসলামকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। এ ছাড়া ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় ওএসডি কর্মকর্তা মো. জিল্লার রহমানকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

up-arrow