Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ৬ অক্টোবর, ২০১৬ ০২:৫২
আজ বোধন, কাল শুরু দুর্গাপূজা
নিজস্ব প্রতিবেদক

আকাশে সাদা মেঘের ওড়াউড়ি। ফুলে ফুলে শুভ্র হয়ে উঠেছে কাশবন। ভোরের শিউলি ছড়াচ্ছে মোহনীয় গন্ধ। এমন শারদীয় আবহেই আগামীকাল থেকে শুরু হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ পঞ্চমীতে ঘট বসবে মণ্ডপে। কাল ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। রামকৃষ্ণ মিশনসহ দেশের বিভিন্ন স্থানে অষ্টমী তিথিতে হবে কুমারী পূজা। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এবার ২৯ হাজারের বেশি মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি নেওয়া হয়েছে।

এই পাতার আরো খবর
up-arrow