শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

‘ইসলামের শাশ্বত দর্শন নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কানাডার বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত শেখ ফয়সাল হামিদ আবদুর রাজ্জাক বলেছেন, ইসলামের শাশ্বত দর্শন নিয়ে, সত্যবার্তা সম্পর্কে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ইসলামকে করা হচ্ছে বিতর্কিত। আইএস, আল-কায়েদাসহ বিভিন্ন নামে তারা অশান্তি-আতঙ্ক তৈরি করছে। একের পর এক হামলা চালাচ্ছে। অথচ বোমা মারা, হত্যা করা ও আত্মহত্যা ইসলাম কখনো সমর্থন করে না। গতকাল দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে ‘বিশ্বশান্তি ও সামাজিক মূল্যবোধ সম্পর্কে ইসলামের দৃষ্টিতে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পিএইচপি পরিবারের আমন্ত্রণে তিনি বাংলাদেশে আসেন।

সর্বশেষ খবর