শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

স্মৃতিচারণা ও কবিতায় সৈয়দ শামসুল হক স্মরণ

সাংস্কৃতিক প্রতিবেদক

স্মৃতিচারণা ও কবিতায় সৈয়দ শামসুল হক স্মরণ

সৃষ্টিশীল মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্যে। সৃষ্টির মাঝেই সৃজনশীলতার কারিগর ফিরে আসে বার বার। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকও সাহিত্যবিলাসী ও শিল্পরসিকদের মননে ও অস্তিত্বে বেঁচে থাকবেন সারা জীবন। সৈয়দ হকের অনন্য সাহিত্যকর্ম তাকে এ দেশের শিল্প ও সাহিত্যের অঙ্গনে চিরজাগরুক রাখবে। সৈয়দ হকের স্মরণে জাতীয় কবিতা পরিষদের স্মৃতিচারণায় এ বিষয়গুলোই তুলে ধরেন বক্তারা। গতকাল বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি চত্বরে অনুষ্ঠানে স্মৃতিচারণা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, কবি রবীন্দ্র গোপ, গণসংগীতশিল্পী ফকির আলমগীর, কবির সহধর্মিণী কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, ছেলে দ্বিতীয় সৈয়দ হক, মেয়ে বিদিতা সৈয়দ হক, রাজনীতিক সুভাষ সিংহ রায়, প্রকাশক সমিতির সভাপতি ওসমান গনি, লেখক আহমাদ মাযহার, অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য দেন কবিতা পরিষদের সাধারণ সম্পাদক তারিক সুজাত। সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি কবি মুহাম্মদ সামাদ।

চারুকলার মডেল দাদুকে নিয়ে চলচ্চিত্র : চারুকলার সেই প্রিয় মডেল মোমিন আলী মৃধা অর্থাৎ দাদুকে নিয়ে এবার চলচ্চিত্র নির্মাণ করেছেন মোল্লা সাগর। গত সন্ধ্যায় শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

সর্বশেষ খবর