Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ৭ অক্টোবর, ২০১৬ ০২:৩৭
ত্রিপুরা থেকে আসছে ১০০ মেগাওয়াট বিদু্যুৎ
নিজস্ব প্রতিবেদক

ত্রিপুরা থেকে আরও ১০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। গতকাল ভারতের নয়াদিল্লিতে ভারত-বাংলাদেশ মন্ত্রিপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে এমনটি জানা যায়। বৈঠকে বলা হয়, বাংলাদেশ-ভারত মৈত্রী পাওয়ার কোম্পানি লি. ভারতে ৩দ্ধ২৫০ মেগাওয়াট বিদ্যুেকন্দ্র স্থাপন করবে।

বৈঠকে ভুটান থেকে বিদ্যুৎ আমদানির বিষয়ে প্রযুক্তিগত ও অর্থনৈতিক সমীক্ষা সম্পন্ন করে ভারত, বাংলাদেশ ও ভুটানের সঙ্গে আলোচনার উদ্যোগ নিতে বলা হয়। নয়াদিল্লির বিদ্যুৎ, কয়লা নবায়নযোগ্য সম্পদ ও খনিজ মন্ত্রণালয়ের সঙ্গে বাংলাদেশের জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের দ্বিপক্ষীয় এ সভায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন ভারতের বিদ্যুৎ, কয়লা, নবায়নযোগ্য সম্পদ ও খনিজ প্রতিমন্ত্রী পিযুষ গোয়াল।

এই পাতার আরো খবর
up-arrow