শুক্রবার, ৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

দেবোত্তর সম্পত্তি উদ্ধারে ট্রাইব্যুনাল গঠনের দাবি

নিজস্ব প্রতিবেদক

সব জবরদখল করা দেবোত্তর সম্পত্তি উদ্ধার ও ফেরত দিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনসহ চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ পরিষদ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে বক্তারা বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষে গাইবান্ধাসহ দেশের অনেক জায়গায় প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাওয়া যাচ্ছে। পূজার বাকি আর মাত্র এক দিন। কোন অসৎ উদ্দেশ্যে এসব করা হচ্ছে তা আমাদের জানা নেই। আমরা বাংলাদেশ দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। সেই সঙ্গে গাজীপুরের বড়গ্রামের শ্রীশ্রী রামাই ঠাকুরের আশ্রমের বেদখল হওয়া ভূমি উদ্ধারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি।’ দাবিগুলোর মধ্যে রয়েছে সব জবরদখলকৃত দেবোত্তর সম্পত্তি ফেরত দিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণে উচ্চ ক্ষমতাসম্পন্ন দেবোত্তর সম্পত্তি বোর্ড গঠন।

সর্বশেষ খবর