শনিবার, ৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
ডব্লিওইএফ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী

আঞ্চলিক অর্থনৈতিক বলয় গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

নিজস্ব প্রতিবেদক

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, নিজেদের  আওতায় থাকা সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে দক্ষিণ এশিয়ার দেশসমূহকে নিজেদের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করতে হবে। আকর্ষণীয় প্রবৃদ্ধি অর্জন এবং  বিশাল কর্মক্ষম জনগোষ্ঠী কাজে লাগিয়ে লাভবান হওয়ার জন্য দক্ষিণ এশিয়া খুবই সম্ভাবনাময় একটি অঞ্চল। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো  হয়। গত বৃহস্পতিবার নয়াদিল্লিতে ওয়াল্ড ইকনোমি ফোরাম (ডব্লিওইএফ) এবং কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই) যৌথভাবে আয়োজিত আঞ্চলিক অর্থনৈতিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে মন্ত্রী, পদস্থ সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, বিনিয়োগকারী উপস্থিত ছিলেন। মুস্তফা কামাল  বলেন, ফলপ্রসূ একটি একীভূত আঞ্চলিক অর্থনৈতিক বলয় গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই। বাংলাদেশ, ভুটান, নেপাল ও ভারতের  মধ্যে হাইড্রো ইলেকট্রিক ক্ষেত্রে সুদৃঢ় সহযোগিতা সমপ্রসারণের মাধ্যমে দেশসমূহের লাভবান হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। তিনি দক্ষিণ এশিয়ার  দেশগুলোকে সমন্বিতভাবে তাদের আয়ত্তে থাকা সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পরিকল্পনামন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির চিত্র তুলে ধরে বলেন, বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশ অর্থনৈতিক অগ্রযাত্রায় যুগান্তকারী সফলতা অর্জন করেছে। দারিদ্র্য বিমোচনসহ বিভিন্ন সূচকে বাংলাদেশের বিস্ময়কর অগ্রগতি হয়েছে। তিনি সম্মেলনের সাইড লাইনে ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফরমিং ইন্ডিয়া আইয়গের ভাইস চেয়ারম্যান অরবিন্দ পানগারিয়ার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তারা বাংলাদশ ও ভারতের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিশেষ করে অর্থ-বাণিজ্য খাতের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। উল্লেখ্য, ওয়ার্ল্ড ইকনোমি ফোরাম পাবলিক প্রাইভেট সহযোগিতার একটি আন্তর্জাতিক ফোরাম।

সর্বশেষ খবর