শনিবার, ৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

বিভিন্ন স্থানে কবি সৈয়দ শামসুল হককে স্মরণ

প্রতিদিন ডেস্ক

বিভিন্ন স্থানে গতকাল সব্যসাচী লেখক, বিশিষ্ট কবি সৈয়দ শামসুল হককে স্মরণ করা হয়েছে। এসব অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, আলোচনা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ায় গান-কবিতা-আলোচনায় স্মরণ করা হয়েছে সব্যসাচী লেখক, বিশিষ্ট কবি সৈয়দ শামসুল হককে। গতকাল বিকালে প্রেসক্লাব মিলনায়তনে তিতাস আবৃত্তি সংগঠন এ স্মরণানুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বরেণ্য কবি আসাদ চৌধুরী। কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। সংগঠনের সহকারী পরিচালক বাছির দুলালের পরিচালনায় আলোচনা ও আবৃত্তিতে অংশ নেন বরেণ্য কবি জয়দুল হোসেন, বাচিকশিল্পী ডালিয়া আহমেদ, পারভেজ চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, প্রেসক্লাব সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজ অধ্যক্ষ হরিলালচন্দ্র দেবনাথ, তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মো. মনির হোসেন। এ সময় কবির দুটি কবিতা থেকে সমবেত আবৃত্তি করে সংগঠনের শিশু শিল্পীরা। নীলফামারী প্রতিনিধি জানিয়েছেন, গতকাল বিকালে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক স্মরণে নীলফামারী শিল্পকলা একাডেমি চত্বরে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের আয়োজনে ও নীলকণ্ঠ আবৃত্তি পরিষদের ব্যবস্থাপনায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সৈয়দ হকের কবিতা পাঠ, কবির কর্মময় জীবনের ওপর আলোচনা করা হয়। নীলকণ্ঠ আবৃত্তি পরিষদের সভাপতি আবদুল বারীর সভাপতিত্বে স্মরণসভায় জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট অসিত কুমার ধর, প্রভাষক মৃণালকান্তি রায়, নীলকণ্ঠ আবৃত্তি পরিষদের সহ-সভাপতি সৈয়দা জিনাত রেহেনা, সুরাইয়া পারভীন, নীলফামারী থিয়েটারের সাধারণ সম্পাদক মনিরুল হাসান আপেল বক্তব্য দেন। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন মীম, আনতু, রিমি, জিনিয়াস।

সর্বশেষ খবর