শনিবার, ৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

পাঠ্যসূচি সংশোধনের হুঁশিয়ারি সর্বদলীয় ইসলামী ছাত্রঐক্যের

নিজস্ব প্রতিবেদক

পাঠ্যসূচি সংশোধন না করলে সরকারকে কড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে সর্বদলীয় ইসলামী ছাত্রঐক্য। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি নুরুল ইসলাম আল আমিনের সভাপতিত্বে ও ইসলামী ছাত্র সমাজের মহাসচিব মুহাম্মদ নুরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্রনেতা আবদুল কাদির, আবদুল্লাহ আল মাসউদ খান, মো. আল আমিন, আবদুর রহীম সাঈদ, মুহাম্মদ আবুল হাশিম, মো. ইসহাক মাহমুদ, আবদুর রহমান, হাছিবুল ইসলাম প্রমুখ।

নুরুল ইসলাম আল আমিন বলেন, আগামী বছরের শুরুতেই ছাত্র-ছাত্রীদের কাছে নতুন বই দেওয়া হবে। তবে সেই বই থেকে যদি নাস্তিক্যবাদী চিন্তা-চেতনা সম্বলিত গল্প-প্রবন্ধ কবিতা বাদ না দেওয়া হয় তাহলে ছাত্রঐক্য সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন করতে বাধ্য হবে।

সর্বশেষ খবর