রবিবার, ৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
নাগরিক ঐক্যের সমাবেশ

অসুস্থ রাজনীতির শিকার মান্না

নিজস্ব প্রতিবেদক

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না অসুস্থ রাজনীতির শিকার বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। গতকাল বিকালে নাগরিক ঐক্য ঢাকা মহানগরী দক্ষিণ শাখা আয়োজিত এক কর্মী সমাবেশে তারা এ কথা বলেন। বক্তারা বলেন, ‘মান্না দেশের অসুস্থ রাজনীতি ও ষড়যন্ত্রের শিকার। তিনি মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রে বিশ্বাসী। দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থেকেও আজ কারাগারে। অসুস্থ হলেও তার সুচিকিৎসা হচ্ছে না। ডাকসুর সাবেক এই ভিপিকে ডিভিশন পর্যন্ত দেওয়া হচ্ছে না।’

রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল, সিলেটে কলেজছাত্রী খাদিজার ওপর নৃশংস আক্রমণের প্রতিবাদ ও মাহমুদুর রহমান মান্নার মুক্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। মহানগরী দক্ষিণের আহ্বায়ক আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, মমিনুল ইসলাম, জিন্নুর রহমান দিপু, ইফতেখার আহমেদ বাবু, শহীদুল্লাহ কায়সার, গাজী ইসলাম উদ্দিন, খন্দকার সেলিম, ইঞ্জিনিয়ার ওয়াহিদুজ্জামান, রাজু আহমেদ রাজু প্রমুখ।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘মান্না একজন দেশপ্রেমিক। তিনি চেয়েছেন কী করে দেশের মানুষকে স্বাধীনতার সুফল এনে দেওয়া যায়। তিনি ফোন করে কারও সঙ্গে কথা বললে সেখানে অন্যায়টা কী? আজকে যা ইচ্ছা তাই করছে সরকার। যা কলোনিয়াল আমলে হয়নি, পাকিস্তান আমলে হয়নি; তাই করছে এ সরকার। মান্নাকে ডিভিশন দেয়নি। তাকে ২০ মাস ধরে বিনা বিচারে কারান্তরীণ করে রেখেছে। মান্নার অপরাধ, তিনি দেশকে ভালোবেসেছেন।’ অন্য বক্তারা বলেন, ‘সুস্থ রাজনীতি অনুপস্থিতির কারণেই সমাজে আজ অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। দুর্নীতিতে লুটপাট বেড়ে গেছে। আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। বদরুলরা প্রকাশ্যে কোপাচ্ছে খাদিজাদের। তনু হত্যার মতো ঘটনারও বিচার হচ্ছে না। জঙ্গিবাদ-সহিংসতা মাথাচাড়া দিচ্ছে। দেশজুড়ে দুঃশাসন চেপে বসেছে। এ থেকে মুক্তি পেতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির ঐক্য দরকার। নাগরিক ঐক্য সে চেষ্টাই করে যাচ্ছে। এই চেষ্টাকে এগিয়ে নিতে মান্নাকে বড় প্রয়োজন। তাই আমরা অবিলম্বে মান্নার নিঃশর্ত মুক্তি চাই।’

সর্বশেষ খবর