সোমবার, ১০ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

বোর্ড চেয়ারম্যানসহ চারজনের অনিয়ম তদন্তে দুদক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ক্ষমতার অপব্যবহার, অনিয়ম-দুর্নীতি ও সরকারি অর্থ আত্মসাতের অভিযাগে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুদক। তারা হলেন—সাবেক বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, বর্তমান সচিব ড. পীযূষ দত্ত, পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল আজিজ। গতকাল তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন দুদক বিশেষ অনুসন্ধান ও তদন্ত-১ এর সহকারী পরিচালক সিরাজুল হক। সহকারী পরিচালক সিরাজুল হক বলেন, ‘চারজনের বিরুদ্ধে দশের অধিক অভিযোগ উঠেছে। অভিযোগগুলোর সত্যতা জানতে বিভিন্ন কাগজপত্র চাওয়া হয়েছে। কাগজপত্রগুলো পর্যালোচনার পর অভিযোগের সত্যতা বিষয়ে জানতে পারব।’ তদন্ত দল সূত্রে জানা যায়, তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর মধ্যে রয়েছে এক কোটি ২৭ লাখ টাকার পরীক্ষা শিট তৈরির কাগজ ক্রয়ে অনিয়ম, মাসে ১০ থেকে ১২ বার বিমানযোগে ঢাকায় যাতায়াত, ব্যক্তিগত মামলা ব্যয় বোর্ডের তহবিল থেকে করা, কেনাকাটা অনিয়ম, ব্যয় বেশি দেখিয়ে বোর্ডের টাকা আত্মসাৎ অন্যতম।

সর্বশেষ খবর