সোমবার, ১০ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

বরিশালে শেষ হলো দুই দিনব্যাপী মৃৎশিল্পী সম্মেলন

মৃৎশিল্পের বিকাশ ও এর শিল্পীদের বাঁচিয়ে রাখার লক্ষ্যে বরিশালে শেষ হলো অষ্টম মৃৎশিল্পী সম্মেলন। শনিবার অশ্বিনী কুমার হলে মৃৎশিল্পীদের সম্মাননা জানানোর মধ্য দিয়ে শেষ হয় দুই দিনব্যাপী এই সম্মেলন, সম্মাননা ও মৃৎশিল্প মেলা। মঙ্গলগান আর প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে শুক্রবার সকাল ১০টায় এ উৎসবের উদ্বোধন করেন শিল্পী রফিকুন নবী। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আকতারী মমতাজ। উৎসব উপলক্ষে আয়োজিত মৃৎশিল্প প্রদর্শনীতে রাজশাহী থেকে শখের হাঁড়ি, পুতুল, শরীয়তপুর থেকে সড়াচিত্র, গৈলা থেকে মনসার ঘট শিল্পী ও কলসকাঠি থেকে পিঠা বানানোর সরঞ্জাম ও বাউফল থেকে উন্নত শৌখিন মৃৎপাত্র প্রদর্শিত হয়। উৎসব উপলক্ষে একটি স্মারক পুস্তিকা, মদনপুরা, বাউফলের মৃৎশিল্প নিয়ে একটি ডকুমেন্টারি প্রকাশিত হয়। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, ইন্ডিয়া-বাংলাদেশ ফাউন্ডেশন (আইবিএফ) ছাড়াও স্থানীয় পৃষ্ঠপোষকতায় আয়োজিত এটি দেশের একমাত্র  মৃৎশিল্পীদের সম্মেলন। বিজ্ঞপ্তি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর