সোমবার, ১০ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

গণতন্ত্রের স্বপক্ষে বিজয় হবেই : দুদু

নিজস্ব প্রতিবেদক

সরকারের জনপ্রিয়তা যাচাইয়ে গণভোটের আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, দেশে গণতন্ত্রের লড়াই চলছে। আর সেই লড়াইয়ে গণতন্ত্রের স্বপক্ষে যারা রয়েছে তারাই বিজয়ী হবে। জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সব ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। দুদু বলেন, বর্তমান সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত নয়। অথচ সংবিধানে উল্লেখ রয়েছে প্রত্যক্ষ ভোটে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে হবে। শাহজাদা সৈয়দ মো. ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদী এ নাগরিক সমাবেশ আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, জাতীয় পার্টি (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহ, ছাত্রদলের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর