Bangladesh Pratidin

প্রকাশ : সোমবার, ১০ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১০ অক্টোবর, ২০১৬ ০২:৩৬
জঙ্গিদের উদ্দেশে র‌্যাব ডিজি
এখনো সময় আছে ফিরে এসো
নারায়ণগঞ্জ প্রতিনিধি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ডিজি বেনজীর আহমেদ বলেছেন, এ দেশে জঙ্গিবাদের কোনো ঠাঁই নেই। জঙ্গিরা খুবই নগণ্য। এরা জনগণের শক্তির কাছে পরাজিত হবে। আমাদের যেসব ছেলে ভুল পথে আছে তাদের আহ্বান করব, এখনো সময় আছে ফিরে এসো। শনিবার রাতে শহরের আমলাপাড়া পূজামণ্ডপ পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। তিনি জঙ্গিদের উদ্দেশে বলেন, আমরা তোমাদের পুনর্বাসনের ব্যবস্থা করব। নতুবা তোমাদের পরিণতি হবে অন্য কিছু। বিভিন্ন স্থানে জঙ্গিদের নিহত হওয়ার ঘটনা একটি মেসেজ। যদি তোমরা ফিরে না আস তোমাদের অবস্থাও এমন হবে। বাংলাদেশে এবার রেকর্ড সংখ্যক পর্যটক আসছে ভারত থেকে। এই স্রোত আগামীতে আরও বাড়বে। আমরা অসাম্প্রদায়িকভাবে একে অন্যের সঙ্গে মিলে চলছি। এ সময় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই পাতার আরো খবর
up-arrow