সোমবার, ১০ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

জলবায়ু তহবিল নিয়ে মুহিতের ক্ষোভ

প্রতিদিন ডেস্ক

জলবায়ু তহবিলের অর্থ ছাড় না হওয়ায় বিশ্বব্যাংক-আইএমএফ’র সভায় ক্ষোভ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শনিবার ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের সভাপতিত্বে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত মন্ত্রী পর্যায়ের বৈঠকে মুহিত বলেন, ‘তহবিল গঠন হয়, কিন্তু অর্থ মেলে না। এটা দুঃখজনক।’ খবর বিডিনিউজের।

উন্নত দেশগুলোর দৃষ্টি আকর্ষণ করে অর্থমন্ত্রী আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় গত ছয় বছরে বাংলাদেশ ৩৪৫ মিলিয়ন ডলার খরচ করেছে। কিন্তু জলবায়ু তহবিল থেকে পেয়েছে মাত্র ৫০ মিলিয়ন ডলার। আরও ১০ মিলিয়ন ডলার ছাড় করা হবে বলেও দেওয়া হচ্ছে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর