সোমবার, ১০ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

আনুষ্ঠানিক কার্যক্রম শুরু সীমান্ত ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক

বাণিজ্যিকভাবে ব্যাংকিং কার্যক্রম শুরু করল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত সীমান্ত ব্যাংক। গতকাল সকালে রাজধানীর পিলখানার সীমান্ত স্কয়ারে আনুষ্ঠানিকভাবে ব্যাংকটির প্রধান শাখা অফিস উদ্বোধনের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করল ব্যাংকটি। অফিসের উদ্বোধন করেন বিজিবির মহাপরিচালক ও সীমান্ত ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মেজর জেনারেল আজিজ আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান বলেন, এই ব্যাংক বিজিবির সব বর্তমান ও অবসরপ্রাপ্ত সদস্যসহ দেশের আপামর জনসাধারণের অর্থনৈতিক কল্যাণে কাজ করবে। তিনি আশা করেন সীমান্ত ব্যাংক বর্ডার এলাকায় তাদের ব্যাংকিং কার্যক্রম বিস্তৃত করে সীমান্তের জনগণের অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে এলাকার অপরাধ কমিয়ে আনতে সহায়তা করবে। ব্যাংকটির প্রথম অ্যাকাউন্টধারী হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাংকটিতে দ্বিতীয় অ্যাকাউন্টধারী হিসেবে গতকাল চেক বই বুঝে নেন বিজিবির মহাপরিচালক। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সীমান্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুখলেসুর রহমান। উপস্থিত ছিলেন ব্যাংকটির নতুন পরিচালকরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর