মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ব্র্যাক মন্থন অ্যাওয়ার্ড পেয়েছে সাত ক্যাটাগরির ১৪ প্রকল্প

‘ব্র্যাক মন্থন ডিজিটাল ইনোভেশন অ্যাওয়ার্ড’-এ সাতটি ক্যাটাগরিতে ১৪টি প্রকল্প বিজয়ী হয়েছে। গত শনিবার নগরীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের এক অনুষ্ঠানে অ্যাওয়ার্ড বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।  এবারের অ্যাওয়ার্ড বিজয়ীরা হলো— ই-বিজনেস অ্যান্ড ফাইনান্সিয়াল ইনক্লুশান ক্যাটাগরিতে হিউম্যাক ল্যাব লি.-এর সেলিস্কোপ প্রজেক্ট এবং ক্লাউড সলিউশন লিমিটেডের সিএসএল মোবাইল অ্যাকাউন্টস প্রজেক্ট; ই-এডুকেশন লার্নিং অ্যান্ড এমপ্লয়মেন্ট ক্যাটাগরিতে রেপ্টো এডুকেশন সেন্টার; টেন মিনিট স্কুল এবং ইয়ুথ অপরচুনিটিজ; ই-এগ্রিকালচার অ্যান্ড ইকোলজি ক্যাটাগরিতে কৃষি সম্প্রসারণ অধিদফতরের কৃষকের জানালা-আপনার ফসলের সমস্যার সমাধান এখানেই প্রজেক্ট; ই-গভর্নেন্স অ্যান্ড ইনস্টিটিউশনস ক্যাটাগরিতে এনামেলবিডি-র ভ্যাট চেকার প্রজেক্ট এবং মাতিউরা ইউনিয়ন পরিষদ ডিজিটালাইজেশন প্রজেক্ট; ই-হেলথ ক্যাটাগরিতে আরএক্স সেভেনটি ওয়ান লি.-এর আরএক্স সেভেনটি ওয়ান প্রজেক্ট; ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিমেডিসিন প্রোগ্রাম রুরাল হেলথকেয়ার ইউজিং ইনডিজিনিয়াসলি ডেভেলপড টেকনোলজি; ই-নিউজ, জার্নালিজম অ্যান্ড এন্টারটেইনমেন্ট ক্যাটাগরিতে সফটওয়্যার শপ লি.-এর ই-টিউনস প্রজেক্ট এবং প্যাভিলিয়নের প্রজেক্ট প্যাভিলিয়ন; ই-কালচার, হেরিটেজ অ্যান্ড ট্যুরিজম ক্যাটাগরিতে আকালিকো রেকর্ডসের ট্রান্সলেশন-অ্যান ইলেকট্রনিক মিউজিক কমপাইলেশন বাই আকালিকো রেকর্ডস প্রজেক্ট এবং ভ্রমণ। বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর