বুধবার, ১২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

সম্মেলন আগামী নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

------------- নাসিম

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে বিজয় নিশ্চিত করতে দলের আসন্ন সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্মেলনে জামায়াত ছাড়া দেশের সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে। ইতিমধ্যে ১৪টি দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের এ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। সে কারণে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য কাজ করে যাচ্ছি।

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গতকাল দলের জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির অভ্যর্থনা উপকমিটির সভায় তিনি এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে। বৈঠক সূত্রে জানা গেছে সম্মেলনে বিদেশি অতিথিদের সেবায় সার্বক্ষণিক নিয়োজিত থাকবে একজন হোস্ট অফিসার। বিদেশি অতিথিদেরকে উপহার দেওয়া হবে। উপহারের মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ইংরেজি সংস্করণ, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, প্রধানমন্ত্রীর লেখাগুলোর ইংরেজি সংস্করণ এবং সম্মেলন উপলক্ষে প্রকাশিত গ্রন্থগুলোর ইংরেজি সংস্করণ। এ ছাড়াও দেশের প্রতিটি বিভাগের জন্য আলাদা রঙের চেয়ার থাকবে। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে রংপুর থেকে সম্মেলনের কাউন্সিলর করা হয়েছে। তিনি দেশের তথ্য ও প্রযুক্তির ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এনেছেন।

সর্বশেষ খবর