শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

তফসিলভুক্ত অভিযোগ দায়েরের আহ্বান দুদকের

নিজস্ব প্রতিবেদক

তফসিলভুক্ত যে কোনো ধরনের অভিযোগ দায়ের করার আহ্বান জানিয়েছে দুর্নীতি দমন কমিশন—দুদক। দুর্নীতির তথ্য-উপাত্তসহ সুনির্দিষ্ট অভিযোগ করে তা প্রধান কার্যালয়ে চেয়ারম্যান বরাবর দাখিল করা যাবে। এ ছাড়া বিভাগীয় পরিচালক, জেলা কার্যালয়ের উপপরিচালকের কাছেও অভিযোগ করা যাবে। গতকাল দুদক সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা মেনে অভিযোগ দায়ের করার আহ্বান জানিয়েছে। দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর তফসিলবহির্ভূত অসংখ্য অভিযোগ দাখিল করা হচ্ছে। বিপুল তফসিলবহির্ভূত অভিযোগ দায়েরের কারণে কমিশনের মূল কার্যক্রম ব্যাহত হচ্ছে। তফসিলভুক্ত অভিযোগের মধ্যে রয়েছে কর্তব্য পালনের সময় সরকারি কর্মকর্তা/কর্মচারী কর্তৃক উেকাচ/উপঢৌকন গ্রহণ, বাংলাদেশের যে কোনো নাগরিক কর্তৃক বেআইনিভাবে স্বনামে/বেনামে অবৈধ সম্পদ অর্জন, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কর্মচারী, সরকারি কর্মচারী এবং রাষ্ট্রমালিকানাধীন অন্যান্য প্রতিষ্ঠানের কর্মচারী কর্তৃক সরকারি অর্থ আত্মসাৎ, অনুমতি ছাড়া সরকারি কর্মকর্তা/কর্মচারীর ব্যবসা/বাণিজ্য পরিচালনা, কোনো অপরাধীকে শাস্তি থেকে রক্ষার চেষ্টা, দুর্নীতি ও ঘুষ থেকে উদ্ভূত মানি লন্ডারিং-সংক্রান্ত অপরাধ, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কর্মচারী, সরকারি কর্মচারী এবং রাষ্ট্রমালিকানাধীন অন্যান্য প্রতিষ্ঠানের কর্মচারী কর্তৃক প্রতারণা জাল-জালিয়াতি।

সর্বশেষ খবর