শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

নারীর আপত্তিকর ছবি ফেসবুকে, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নারী ও বিশিষ্ট ব্যক্তিদের আপত্তিকর ছবি ও ভিডিওচিত্র ছড়িয়ে দেওয়ার অভিযোগে ‘ডেসপারেটলি সিকিং আনসেন্সরড (ডিএসইউ)’ নামে একটি ফেসবুক গ্রুপের তিন অ্যাডমিনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন— জোবায়ের আহম্মেদ, তৌহিদুল ইসলাম অর্ণব ও আসিফ রানা। বুধবার রাজধানীর গ্রিন রোড থেকে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের (সিটি) সদস্যরা ওই তিনজনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে কম্পিউটারের হার্ডডিস্ক ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গতকাল দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান যুগ্ম কমিশনার (ডিবি) আবদুল বাতেন। তিনি বলেন, ওই ফেসবুক গ্রুপটির সদস্য সংখ্যা প্রায় দেড় লাখ। এর মূল প্রতিষ্ঠাতা মালয়েশিয়া প্রবাসী রাউল চৌধুরী। প্রতিষ্ঠার পর থেকে তথ্য-প্রযুক্তির অপব্যবহার করে সাইবার অপরাধ চালিয়ে যাচ্ছে গ্রুপটি। এখানে অবাধে ব্যক্তিগত আক্রমণ, লাইভ পর্নোসহ যৌনতার বিকৃত বহিঃপ্রকাশ চলে। তারা যে কোনো পরিচিত মানুষের ছবি গোপনে ধারণ করে ভিডিও লিংক ফেসবুকে ছড়িয়ে দেয়। ফেসবুক গ্রুপটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। গ্রেফতারকৃতরা জানিয়েছে, গ্রুপটির অ্যাডমিন সংখ্যা ১৮ থেকে ১৯। তাদের গ্রেফতারে অভিযান চলছে। একই সংবাদ সম্মেলনে যুগ্ম কমিশনার আবদুল বাতেন আরও জানান, গত বুধবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গাড়ি চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে ডিবির পশ্চিম টিম। তারা হলেন— শফিকুল ইসলাম, আবদুল মজিদ, জুবায়দুল আলম ওরফে রানা, আবদুল হালিম, রশিদ ও আসাদুজ্জামান লাল ওরফে লাটু। এ সময় তাদের কাছ থেকে ছয়টি চোরাই প্রাইভেটকার, চারটি মোটরসাইকেল, অজ্ঞান করার কাজে ব্যবহূত মলম ও ঘুমের ওষুধ মেশানো পানীয় জব্দ করা হয়েছে।

সর্বশেষ খবর