Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৮

প্রকাশ : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১৪ অক্টোবর, ২০১৬ ০২:৩০
ছাত্রদলের ২০টি ইউনিট কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ২০টি ইউনিট কমিটি গঠন করেছে। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান গতকাল এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।  গতকাল সংগঠনের প্যাডে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গঠিত কমিটিগুলো হচ্ছে—খুলনা জেলা শাখা, চট্টগ্রাম উত্তর জেলা শাখা, কুমিল্লা উত্তর জেলা শাখা, নেত্রকোনা জেলা শাখা, হবিগঞ্জ জেলা শাখা, রাজশাহী জেলা শাখা, রাজশাহী মহানগর শাখা, খুলনা মহানগর শাখা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা রংপুর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ও খুলনা মেডিকেল কলেজ শাখা।

এই পাতার আরো খবর
up-arrow