শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিল করতে হবে

------------- শামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের জন্য যা করা দরকার তাই করবে বিএনপি। তিনি বলেন, বিদ্যুৎ আমাদের প্রয়োজন আছে। কিন্তু এ প্রকল্প সুন্দরবন থেকে সরিয়ে অন্যত্র করতে হবে। জাতীয় প্রেসক্লাবে গতকাল ঢাকাস্থ মোরেলগঞ্জ-শরণখোলা জাতীয়তাবাদী ছাত্র ও যুব পরিষদ আয়োজিত সুন্দরবন বাঁচাও-রামপাল কয়লাবিদ্যুৎ প্রকল্প বন্ধের দাবিতে এক আলোচনা সভায় দুদু এ কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার বৈধ নয়। তাই তাদের উন্নয়ন প্রকল্পও অবৈধ। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সমালোচনা করে দুদু বলেন, তিনি জাসদের চার খণ্ডের এক ভাগের সভাপতি। এবার কাউন্সিলে তাও আবার দুই ভাগে বিভক্ত হয়েছে। তিনি আবার খালেদা জিয়া সম্পর্কে বড় বড় কথা বলেন। বিএনপি জঙ্গিবাদকে ঘৃণা করে। কিন্তু বিচার ছাড়া মানুষ হত্যা সমর্থন করে না। বিচারের আগে মানুষ হত্যা মানবতা পরিপন্থী। সংগঠনের আহ্বায়ক মিজানুর রহমান বিল্লালের সভাপতিত্বে সভায় সংগঠনের উপদেষ্টা কাজী মনিরুজ্জামান মনির, বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক এ বি এম ওবায়দুল ইসলাম, বিএনপি নেতা কে এম রকিবুল ইসলাম রিপন, শরিফুল ইসলাম, এনডিপির যুগ্ম-মহাসচিব শামসুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর