শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

কুষ্টিয়ায় লালন স্মরণোৎসব ও মেলা শুরু কাল

কুষ্টিয়া প্রতিনিধি

আগামীকাল বাউলসম্রাট লালন শাহের ১২৬তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়িতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী স্মরণোৎসব ও মেলা। ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে অনুষ্ঠানের আয়োজক লালন একাডেমি।

এদিকে, এরই মধ্যে দূর-দূরান্ত থেকে লালন ভক্তরা এসে একাডেমি ভবনের নিচতলার পুরো মেঝে জুড়ে আসন পেতে নিয়েছেন। লালন অনুসারী নহিরউদ্দিন শাহ বলেন, লালন ছিলেন সব ধর্মের মানুষের জন্য। লালনের গান শুনলে হৃদয় জেগে ওঠে। একাডেমি ভবন ছাড়াও মেলা মাঠের দক্ষিণ দিকের স্থায়ী মঞ্চের আশপাশে ফকির-সাধুরা অবস্থান নিয়েছেন। তারা একতারা-দোতারা বাজিয়ে লালনের গানের সুর তুলছেন। মেলাকে ঘিরে গড়ে উঠেছে প্রায় অর্ধশতাধিক স্টল। মেলা মাঠের দক্ষিণের স্থায়ী মঞ্চে বসবে অনুষ্ঠানের মূল আয়োজন। আলোচনা সভা ছাড়াও প্রতিদিন গভীর রাত পর্যন্ত চলবে লালনের গান।

রবিবার সন্ধ্যায় এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। বাংলা ১২৯৭ সালের পয়লা কার্তিক সাধক পুরুষ লালন সাঁই মারা যান। এরপর থেকে লালনের অনুসারীরা প্রতি বছর ছেঁউড়িয়ার আখড়া বাড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে এদিনটি পালন করে আসছেন। তবে লালন একাডেমি প্রতিষ্ঠার পর এ আয়োজনে নতুন মাত্রা যোগ হয়েছে। এরই ধারাবাহিকতায় সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজন করা হয়েছে পাঁচ দিনের অনুষ্ঠান। ‘বাড়ির পাশে আরশী নগর/সেথা এক ঘর পড়শী বসত করে, মানুষ ছাড়া ক্ষেপারে তুই কুল হারাবি/মানুষ ভজলে সোনার মানুষ হবি, এলাহী আলমীন গো আল্লাহ বাদশা আলমপনা তুমি’—এরকম অসংখ্য লালন সংগীতের সুরের মূর্ছনায় পুরো ছেঁউড়িয়া উত্তাল হয়ে উঠবে অনুষ্ঠানের ৩টি দিন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর