সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

আবদুল মালেক উকিলের ২৯তম মৃত্যুবার্ষিকী

আবদুল মালেক উকিলের ২৯তম মৃত্যুবার্ষিকী

আজ ১৭ অক্টোবর জননেতা আবদুল মালেক উকিলের ২৯তম মৃত্যুবার্ষিকী। বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মালেক উকিলের জন্ম নোয়াখালী সদর উপজেলার রাজাপুর গ্রামে, ১৯২৫ সালের ১ অক্টোবর। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে সংগ্রামী-নির্ভীক নেতা হিসেবে দল ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অনেক দায়িত্ব পালন করে গেছেন তিনি। ১৯৭০ সালে তিনি পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫১ সালে এমএ ও ’৫২ সালে এলএলবি ডিগ্রি অর্জনের পর তিনি আইন পেশায় আত্মনিয়োগ করেন। তিনি ’৭১ সালে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। স্বাধীনতার পর আবদুল মালেক উকিল স্বাস্থ্যমন্ত্রী হন। পরে হন স্বরাষ্ট্রমন্ত্রী। তুখোড় পার্লামেন্টারিয়ান মালেক উকিল ’৭৫ সালে স্পিকার নির্বাচিত হন। মালেক উকিল স্মরণে আজ বিভিন্ন সংগঠন পৃথক কর্মসূচি পালন করছে। নোয়াখালী জেলা আওয়ামী লীগ সকালে কোরআনখানি এবং বিকালে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে। সভাপতি অধ্যক্ষ খায়রুল আনাম সেলিমের সভাপতিত্বে এসব অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন একরামুল হক চৌধুরী এমপি।

সর্বশেষ খবর