সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

স্বপ্ন শপিং মলসহ চার প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

স্বপ্ন শপিং মলসহ চার প্রতিষ্ঠানকে জরিমানা

রাজধানীতে পৃথক অভিযানে বনানীর স্বপ্ন শপিং মলসহ চার প্রতিষ্ঠানকে ৩ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে এপিবিএন-৫, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এ অভিযান চালায়। এপিবিএন-৫ এর অপারেশনস অফিসার এএসপি সাইদুর রহমান জানান, বনানীর ‘স্বপ্ন শপিং মল’ পণ্যে মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করায় এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির জন্য মজুদ রাখায় ব্যবস্থাপক আলাউদ্দিনকে ২ লাখ টাকা এবং ‘সালিমার গার্ডেন রেস্তোরাঁ’ খাবারের মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করায় এবং নোংরা পরিবেশে খাবার তৈরি করায় ব্যবস্থাপক জাকির হোসেনকে ৭৫ হাজার টাকা জরিমানা করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার। এ ছাড়াও রমনায় ‘ক্যাফে ডি-তাজ রেস্তোরাঁ’ নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির জন্য মজুদ রাখায় ব্যবস্থাপক নাসির উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সর্বশেষ খবর