সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

প্রকল্প বাস্তবায়নে সক্ষমতা বৃদ্ধির কোনো বিকল্প নেই

———————— বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, প্রকল্প বাস্তবায়নে সক্ষমতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। যে কাজ প্রকল্প পরিচালকরাই করতে পারেন সে সিদ্ধান্তের জন্য মন্ত্রণালয়ে প্রেরণ সংশ্লিষ্টদের অযোগ্যতার শামিল। নির্ধারিত সময়ের আগেই প্রকল্প শেষ করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী গতকাল বিদ্যুৎ ভবনে ২০১৬-১৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অন্তর্ভুক্ত বিদ্যুৎ বিভাগের উন্নয়ন প্রকল্পগুলোর সেপ্টেম্বর-২০১৬ সময়ের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে এ কথা বলেন। তিনি বলেন, চীনের বিনিয়োগ বহির্বিশ্বে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করবে। আগামীর চ্যালেঞ্জ মোকাবিলা করতে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রয়োজন। ১৬ বিলিয়ন ডলার ইতিমধ্যে হয়েছে, বাকিটাও সময়মতো হয়ে যাবে।

সর্বশেষ খবর