Bangladesh Pratidin

প্রকাশ : সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১৭ অক্টোবর, ২০১৬ ০২:৫১
প্রতিবন্ধী নারীদের সর্বত্র প্রবেশাধিকার নিশ্চিত করার দাবি
নিজস্ব প্রতিবেদক

সড়ক, গণপরিবহনসহ সর্বত্র প্রতিবন্ধী নারীদের প্রবেশাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে উইমেন উইথ ডিজঅ্যাবিলিটিজ ফাউন্ডেশন। গতকাল জাতীয় প্রেসক্লাবে ‘সড়ক গণপরিবহন ও গণস্থাপনায় প্রতিবন্ধী নারীদের প্রবেশগম্যতার অধিকার’ শীর্ষক সেমিনারে এ দাবি জানানো হয়। সেমিনারে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, প্রতিবন্ধী নারীদের পিছিয়ে রেখে রাষ্ট্রের উন্নতি সম্ভব নয়। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। আয়োজক সংগঠনের চেয়ারম্যান শিরিন আক্তার বলেন, গণসেক্টরগুলোয় প্রতিবন্ধী নারীদের প্রবেশে প্রতিবন্ধকতা থাকায় তারা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ অন্যান্য মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে তারা মানবেতর জীবনযাপনসহ রাষ্ট্রের উন্নয়নে অংশগ্রহণ থেকেও বঞ্চিত হচ্ছেন। সব বাধা দূর করে প্রতিবন্ধী নারীদের জাতীয় উন্নয়নে সম্পৃক্ত করার দাবি জানান তিনি।

এই পাতার আরো খবর
up-arrow