মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

আজিমপুরের তিন নারী ‘জঙ্গি’র জবানবন্দি

আদালত প্রতিবেদক

রাজধানীর আজিমপুরের আস্তানা থেকে গ্রেফতার তিন জঙ্গি নারী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল ঢাকার পৃথক তিন মহানগর হাকিম আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামিরা এ জবানবন্দি দেন। দোষ স্বীকার করা আসামিরা হলেন, জঙ্গি শাকিলের স্ত্রী আরেফিন প্রিয়তি, তানভীর কাদেরীর স্ত্রী আবেদাতুল ফাতেমা ও জামানের স্ত্রী শাহেলা আরফিন। জবানবন্দি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। জানা গেছে, এর আগে রিমান্ডে থাকাকালীন আসামিরা ঘটনার কথা স্বীকার করে আদালতে জাবানবন্দি দেওয়ার ইচ্ছা পোষণ করেন মামলার তদন্ত কর্মকর্তার কাছে। পরে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সহকারী কমিশনার আহসানুল হক সাতদিনের রিমান্ড শেষে আসামিদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় আজিমপুরে জঙ্গি আস্তানার খোঁজ পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় এ নারী জঙ্গিদের ছুরিকাঘাতে ও মরিচের গুঁড়ায় ৫ পুলিশ সদস্য আহত হন। এ সময় ওই তিন নারীকে আহত অবস্থায় আটক করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ।

সর্বশেষ খবর