মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

চলে গেলেন রাজনীতিক অজয় রায়

নিজস্ব প্রতিবেদক

চলে গেলেন রাজনীতিক অজয় রায়

সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি, সাম্প্র্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চের সমন্বয়ক কমরেড অজয় রায় আর নেই। গতকাল ভোরে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৮। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। দুই ছেলে-মেয়ে বিদেশে থাকায় অজয় রায়ের মরদেহ বারডেম হাসপাতালের হিম ঘরে রাখা হয়েছে। আগামী বুধবার সকালে সবার শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। ১৯২৮ সালের ৩০ ডিসেম্বর ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জন্ম নেন অজয় রায়। ভারতের বারানসিতে থাকাকালে স্কুলজীবনেই জড়িয়ে পড়েন কমিউনিস্ট পার্টির সঙ্গে। ১৯৪৪ সালে বাংলাদেশে ফিরে অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রি নেন অজয় রায়। এরপর কিশোরগঞ্জের বনগ্রামে দাদার বাড়িতে ফিরে কমিউনিস্ট পার্টির কাজে সক্রিয় হন। পঞ্চাশের দশকে কমিউনিস্ট নেতা নগেন সরকার, ওয়ালী নেওয়াজ খান, মণি সিংহের সান্নিধ্যে আসেন তিনি। ১৯৭২ সালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির দ্বিতীয় কংগ্রেসে কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলির সদস্য নির্বাচিত হন। ১৯৯৩ সালে কমিউনিস্ট পার্টিতে ভাঙনের পর রূপান্তরিত কমিউনিস্ট পার্টি হয়ে অজয় রায় ও ডা. ওয়াজেদুল ইসলাম খান গঠন করেন কমিউনিস্ট কেন্দ্র। ২০১০ সালের পর সম্মিলিত সামাজিক আন্দোলন নামের একটি সংগঠন গড়ে তার নেতৃত্ব দিয়ে আসছিলেন অজয় রায়।

সর্বশেষ খবর