মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

পেনশন পরিশোধ না করায় আইনি নোটিস

নিজস্ব প্রতিবেদক

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষকদের পেনশন (অবসরভাতা) পরিশোধ না করায় সংশ্লিষ্টদের আইনি নোটিস দেওয়া হয়েছে। গতকাল ডাকযোগে এ নোটিস পাঠান সুপ্রিমকোর্টের আইনজীবী মনজিল মোরসেদ। নোটিসে আগামী ১৫ দিনের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, অর্থ সচিব, শিক্ষা সচিব, শিক্ষক বেনিফিট বোর্ডের পরিচালকসহ সংশ্লিষ্টদের জবাব দিতে বলা হয়েছে। যথাসময়ে নোটিসের জবাব না দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে নোটিসে বলা হয়েছে, হাজার হাজার শিক্ষক অবসরে যাওয়ার পরও তারা অবসরভাতা পাচ্ছেন না। এ ছাড়া কল্যাণ ট্রাস্টের অর্থ সংকটের কারণে কর্তৃপক্ষ তিন থেকে চার বছর ধরে শিক্ষকদের অবসরভাতা পরিশোধ করতে পারছে না। এসব ভাতা না পেয়ে শিক্ষকরা মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন, অনেকে অনাহারে মৃত্যুবরণ করেছেন।

সর্বশেষ খবর