Bangladesh Pratidin

ঢাকা, রবিবার, ২০ আগস্ট, ২০১৭

ঢাকা, রবিবার, ২০ আগস্ট, ২০১৭

শিরোনাম

প্রকাশ : বুধবার, ১৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা আপলোড : ১৮ অক্টোবর, ২০১৬ ২৩:২৫
শৃঙ্খলাভঙ্গের দায়ে চবির ছয় শিক্ষার্থী বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছয় শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। তাদের বিরুদ্ধে চবিতে বিভিন্ন সময়ে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় এই শাস্তি দেওয়া হয়।

চবি উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী নিজ ক্ষমতাবলে তাদের বহিষ্কারের নির্দেশ দেন বলে জানা গেছে। বহিষ্কৃতরা হলেন পদার্থবিদ্যা বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের নিয়াজ উদ্দিন পাঠান, অর্থনীতি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের মো. লোকমান হোসেন, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের আবদুল্লাহ আল কায়সার, চারুকলা ইনস্টিটিউটের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের আনোয়ার হোসেন ও ২০১৫-১৬ শিক্ষাবর্ষের দিপ্র বণিক এবং লোক প্রশাসন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের আহমেদ আলী।

up-arrow