শনিবার, ২২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

ওরা আসেনি আমরা যাব : আলাল

নিজস্ব প্রতিবেদক

ওরা আসেনি আমরা যাব : আলাল

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে আমন্ত্রণপত্র পেয়ে বিএনপি খুশি ও আনন্দিত বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। এই সম্মেলনে বিএনপি অংশ নেবে জানিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের উদ্দেশে আলাল বলেন, ‘ওরা আসেনি। আমরা যাব। আমরা আপনাদের মতো হীনমন্য নই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদের সম্মেলনে যাওয়ার জন্য বলেছেন। বিএনপি যে একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল সেই প্রমাণ আপনারা আওয়ামী লীগের সম্মেলনের দিন পাবেন ইনশাল্লাহ। আমরা যাব।’ গতকাল জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী বন্ধু দলের উদ্যোগে প্রয়াত আ স ম হান্নান শাহ স্মরণে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, ‘আমরা খুশি হয়েছি আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আমরা আনন্দিত। আমাদের সম্মেলনে কিন্তু আপনারা আসেন নাই। সৌজন্যবোধ দেখিয়ে টেলিফোন করে দুঃখ প্রকাশও করে নাই।’ আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে ‘ঢাকায় ব্যাপক নিরাপত্তার’ সমালোচনা করে তিনি বলেন, আমাদের কাছে প্রশ্ন জাগে যে, এই সম্মেলনটা কি র‌্যাবের সম্মেলন, পুলিশ বাহিনীর সম্মেলন, বিজিবির সম্মেলন নাকি ডগ স্কোয়াডের সম্মেলন। আমরা দেখছি, এক মাস ধরে এমন একটা অবস্থা তৈরি করা হয়েছে, এমন একটা আবহাওয়া তৈরি করা হয়েছে, বিভিন্ন জায়গায় ছোট ছোট মঞ্চ তৈরি হচ্ছে। আজ  থেকে রাস্তাঘাট নিয়ন্ত্রণ করা হয়েছে। গতকাল রাত থেকে  চেকপোস্ট বসানো হয়েছে। তার মানেটা কী? মনে হচ্ছে যেন সরকারের একটা সম্মেলন হচ্ছে। র‌্যাব মহাপরিচালক  বেনজীর আহমেদ তার সভাপতি হবেন আর ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া হয়তো সাধারণ সম্পাদক হবেন— এমন একটা ভাব। আলাল বলেন, আওয়ামী লীগ একটা পুরনো রাজনৈতিক দল। এই দল এত জনপ্রিয় একটা দল, তার সম্মেলন থাকবে উন্মুক্ত, তাকে দেখার জন্য হাজার হাজার মানুষ আসবে।  সেখানে চেকপোস্টের দরকারটি কী ভাই? সেখানে বেনজীর সাহেব ও আছাদুজ্জামান সাহেবের এত তেজষ্ক্রিয় কণ্ঠে বার বার বক্তব্য দিয়ে আকাশে-বাতাসে হুমকি দেওয়ার প্রয়োজনটা কোথায়? কাদের হুমকি দিচ্ছেন— সেটাও আমরা বুঝতে পারছি না। সম্মেলন যদি উৎসবই হয়, কেন বিভিন্ন রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছে। কেন এত বিধিনিষেধ? কী এমন আকাম-কুকাম করেছেন যে, এত ভীত আপনারা। কারণটা কী? ভালো কাজ যদি করে থাকেন, সম্মেলন উন্মুক্ত করে দেওয়া উচিত, সবকিছু।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর