শনিবার, ২২ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
কারা ব্যবস্থায় সংস্কার

বাংলাদেশ কর্মকর্তাদের ভারতীয় জেলখানা পরিদর্শন

কলকাতা প্রতিনিধি

কারা ব্যবস্থায় সংস্কারের লক্ষ্যে ভারতের দুটি কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেছে অতিরিক্ত আইজি (প্রিজন) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিবের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি গতকাল তেলেঙ্গানার চেরাপল্লী ও তামিলনাড়ুর ভেলোর কেন্দ্রীয় কারাগার পরিদর্শনের পর জানায়, ভারতের কারাগারগুলোতে কীভাবে বন্দীদের সংশোধন ব্যবস্থা বাস্তবায়ন করা হচ্ছে এবং কীভাবে তাদের ভিতর রূপান্তরমূলক পরিবর্তন ঘটানো হচ্ছে- তা খতিয়ে দেখতেই তাদের এ সফর। ১৪ সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন অতিরিক্ত আইজি (প্রিজন) কর্নেল ইকবাল হোসেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব শেখ শাকিল আহমেদ। হায়দ্রবাদের স্টেট ইনস্টিটিউট অব কারেকশনাল একাডেমি (এসআইসিএ) এবং ভেলোরের একাডেমি ফর প্রিজনার অ্যান্ড কারেকশনাল একাডেমি (এপিসিএ) পরিদর্শন করে দলটি। তারা গতকাল জেলা সদর দফতরের অধীনে জেল মিউজিয়ামও ঘুরে দেখেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, অতীতে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বন্দীদের কীভাবে সাজা দেওয়া হতো, তার একটি ছবিও প্রতিনিধি দলটির নজর কাড়ে। কারাগার সম্পর্কে বন্দীদের অনুভূতি ঠিক কী- সে সম্পর্কেও খোঁজ নেন প্রতিনিধি দলের সদস্যরা।

সর্বশেষ খবর