রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

জীবনানন্দের প্রয়াণবার্ষিকীতে নানা কর্মসূচি পালিত

প্রতিদিন ডেস্ক

প্রকৃতির কবি জীবনানন্দ দাশের ৬২তম মৃত্যুবার্ষিকী স্মরণে গতকাল দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হয়েছে। এসব কর্মসূচিতে ছিল কবিদের মেলা, শ্রদ্ধার্ঘ্য অর্পণ, আলোচনা সভা, কবিতা ও গানের অনুষ্ঠান। রাজশাহী থেকে নিজস্ব প্রতিবেদক জানান, রাজশাহীতে শেষ হয়েছে দুই দিনব্যাপী জীবনানন্দ কবিতা মেলা। গতকাল রাতে রাজশাহীর শাহ মখদুম কলেজ চত্বরে আয়োজন করা হয় সমাপনী অনুষ্ঠানের। এতে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি আসাদ মান্নান, ভারত থেকে আসা কবি সব্যসাচী দেব, অমল মিত্র। অনুষ্ঠানের দ্বিতীয় ও শেষদিনে চলে নদী ভ্রমণ, বাউল গান, কবিদের কণ্ঠে কবিতাপাঠ, আবৃত্তি ও কবিকুঞ্জ পদক প্রদান। এবার কবি মাকিদ হায়দারকে উত্তরীয়, ক্রেস্ট ও অর্থমূল্য প্রদান করা হয়। কবি ও লেখকদের সংগঠন ‘কবিকুঞ্জ’ পঞ্চমবারের মতো রাজশাহীতে এ মেলার আয়োজন করে। এতে দুই বাংলার প্রায় দেড়শ কবি-সাহিত্যিক যোগ দেন। ‘নতুন তরঙ্গে রৌদ্রে বিপ্লবে মিলন সূর্যে রণ’ শীর্ষক এ মেলা গত শুক্রবার উদ্বোধন করা হয়েছিল। বরিশাল থেকে নিজস্ব প্রতিবেদক জানান, জীবনানন্দ দাশের ৬২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সংগঠন কবির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছে। গতকাল সকাল সাড়ে ৯টায় বরিশাল নগরীর বগুড়া রোডে কবির পৈতৃক বাড়ি ধানসিঁড়িতে নির্মিত লাইব্রেরিতে স্থাপিত ম্যুরালে জাতীয় কবিতা পরিষদ, আড্ডা ধানসিঁড়ি ও জীবনানন্দ পুরস্কার ২০১৬-এর নেতা-কর্মীসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দিবসটি উপলক্ষে নগরীর খেয়ালী গ্রুপ থিয়েটারে কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়। এ ছাড়া বিশ্ব সাহিত্যকেন্দ্র বরিশাল শাখা কবির স্মৃতি বিজড়িত ঝালকাঠির ধানসিঁড়ি নদী ভ্রমণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনু্ঠান এবং কবিতা পাঠ অনুষ্ঠানের আয়োজন করে।  ঝালকাঠি প্রতিনিধি জানান, আলোচনা সভা, কবিতা উৎসব আর সংগীতে বরিশাল বিশ্ব সাহিত্যকেন্দ্র ও ঝালকাঠির ‘কবিতা চক্র’র সদস্যরা স্মরণ করেছেন রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশকে। ৬২তম মৃতুবার্ষিকীতে গতকাল সকালে কবির স্মৃতি বিজড়িত ধানসিঁড়ি নদী তীরে ঝালকাঠির মোল্লাবাড়ি এলাকায় এ উৎসবের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন ঝালকাঠি জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী। বরিশাল বিশ্ব সাহিত্যকেন্দে র সমন্বয়কারী বাহাউদ্দিন গোলাপের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জাকির হোসেন ও পুলিশ সুপারের স্ত্রী রিনা সাহা চৌধুরী।

সর্বশেষ খবর