রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

সম্মেলনে বাহারি নানা খাবারের আয়োজন

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে গতকাল বাহারি সব খাবারের আয়োজন করা হয়েছিল। মেন্যুতে প্রধানত ছিল দেশি মুরগি দুই পিস, এক বক্স জর্দা পোলাও, একটি পানির বোতল, পেপসি ড্রিংকস সঙ্গে একটি করে পান।

সম্মেলনের প্রথম দিনে যোগ দিতে আসা প্রায় ৪০ হাজার লোকের মধ্যে খাদ্য বিতরণ করা হয়। মোট ৫০ হাজার লোকের খাবারের ব্যবস্থা করে সম্মেলনে খাদ্য উপ-কমিটি। গত রাতে সাড়ে সাত হাজার লোকের খাবারের ব্যবস্থা করা হয়। যাদের মধ্যে ছিলেন কাউন্সিলর, ডেলিগেট ও ভলান্টিয়াররা। গতকাল খাবার পেতে কোনো ঝামেলা কিংবা দুর্ভোগ পোহাতে হয়নি বলে জানান খাদ্য উপ-কমিটির আহ্বায়ক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

সম্মেলনের দ্বিতীয় দিন আজ খাবার পরিবেশন করা হবে আট হাজার লোকের। বিভাগভিত্তিক ১০টি বুথ তৈরি করে প্রতিটি বিভাগের নেতা-কর্মীর জন্য বুথ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এ জন্য ঢাকা বিভাগকে দুই ভাগে ভাগ করে দুটি বুথ নির্দিষ্ট করা হয়েছে। আর ১০টি বুথের প্রতিটিতে ১০০ জন করে স্বেচ্ছাসেবক থাকছেন। প্রতিটি বুথ পরিচালনার জন্য খাদ্য উপ-কমিটির দুজন করে নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর