রবিবার, ২৩ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

কওমি মাদ্রাসা নিয়ে নোংরা রাজনীতি করা হচ্ছে

—মুফতি ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদক

অতীতের সব সরকারই কওমি মাদ্রাসা নিয়ে নোংরা রাজনীতি করেছে, বর্তমান সরকারও তাই করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের সহ-সভাপতি মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। গতকাল পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে ‘কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি’ বিষয়ক এক পরামর্শ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘কওমি সনদ নিয়ে রাজনীতি না করার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। কওমি সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি কওমি সন্তানদের মৌলিক অধিকার। এটা কারও দয়া বা অনুগ্রহের বিষয় নয়।’ তিনি উল্লেখ করেন, কওমি সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি নিয়ে দেশের কওমি ওলামাদের মাঝে ঐক্য প্রতিষ্ঠিত না হলে এ দেশের সহি ধারার ইসলামী শিক্ষা ক্ষতিগ্রস্ত হবে। সরকার যদি কওমি মাদ্রাসার প্রতি আন্তরিক হয় তাহলে এর স্বকীয়তা ও স্বাতন্ত্র্য বজায় রেখেই সনদের স্বীকৃতি দিতে হবে। সভায় আরও বক্তব্য দেন বোর্ডের নির্বাহী সভাপতি মুফতি সৈয়দ নুরুল করীম, মহাসচিব আল্লামা নূরুল হুদা ফয়েজী, হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, জাতীয় শিক্ষক ফোরামের আহ্বায়ক অধ্যাপক মাহবুবুর রহমান প্রমুখ।

সর্বশেষ খবর